বিএনপি নেতার শারীরিক খোঁজখবর নিলেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৩ ২০২৫, ২২:১২

সম্প্রতি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব দুলু মিয়া। ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে রিং পরানোর পর তিনি বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। এই খবর পেয়ে আজ ৩রা আগস্ট, বাদ আসর, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান পশ্চিম পৈলনপুর ইউনিয়ন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

খেলাফত মজলিস ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন সভাপতি জনাব মাওলানা সাইফুদ্দীন মাজমুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুলু মিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এই দলে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ইউনিয়ন সহ-সভাপতি ক্বারী নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমদ, বায়তুলমাল সম্পাদক হাফিজ আতিকুর রহমান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল বাসিত, ৪নং ওয়ার্ড খেলাফত মজলিসের কর্মী আব্দুল মতিন,জনব আব্দুল মান্নান,কাওসার আহমদ,২নং ওয়ার্ড খেলাফত মজলিস কর্মী হাফিজ হাবিবুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক এইচ, মারজান আহমদ প্রমুখ।

এসময় খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার নির্বাহী সদস্য, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন তত্ত্বাবধায়ক, জনাব দুলু মিয়ার বড় ভাই হাফিজ আব্দুল্লাহ কাপ্তান তাদেরকে স্বাগত জানান।

সাক্ষাতের পর ইউনিয়ন সহ-সভাপতি ক্বারী নুরুল আমিন তাঁর দ্রুত আরোগ্য কামনায় সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।

আল্লাহ সুবহানাহু তা’য়ালা যেন তাঁকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন।