ইমরান খানের পদত্যাগ দাবিতে অটল জমিয়ত
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৬ ২০১৯, ০০:০৭
পাকিস্তানের চলমান সরকারবিরোধী বিক্ষোভ বন্ধ ও একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দ্বিতীয় দফায় বৈঠক করেছে সরকারের মধ্যস্থতাকারী কমিটি এবং বিরোধীদের রাহবার কমিটি। কিন্তু এই বৈঠকও ব্যর্থ হয়েছে। ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ছাড়া ফিরে না যাওয়ার কথা আবারও জানিয়েছে আন্দোলনকারী দল। খবর ডন।
প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, উভয় পক্ষ নিজ নিজ অবস্থানকে এখনও অটল।
তিনি আরও বলেন, সরকার বিরোধী দলের বেশ কয়েকটি দাবির সাথে একমত হয়েছে এবং উভয় পক্ষের নেতাদের সাথে পরামর্শের পর তাদের বাকী দাবিগুলো নিয়েও আলোচনা করা হবে।
উল্লেখ্য, পদত্যাগ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের অন্য সব দাবি মেনে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সরকারের পদত্যাগ এবং পুনরায় নির্বাচন দাবিতে আজাদী মার্চের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।