চীনে কেমিক্যাল প্ল্যান্ট বিষ্ফোরণ, নিহত ৪
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৫ ২০১৯, ১৯:৩৯

চীনের দক্ষিণাঞ্চলের শহর গুয়াংজিতে মঙ্গলবার একটি কেমিক্যাল প্ল্যান্টে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন নিহত হবার খবর জানা গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। গুয়াংজির জরুরী সহায়তাদানকারী সংস্থার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ওয়াশিংটন পোস্ট।
বিস্ফোরণের ব্যাপারে সংস্থাটি তাদের ব্লগে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা জানায়, প্ল্যান্টটিতে ব্যাকেলাইট (প্লাস্টিকজাতীয় বস্তু) তৈরি করা হত। বিষ্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
চীনে গত কয়েক মাসে এমন বেশ কিছু বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবারও জিয়ানসু প্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস বিষ্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। চলতি বছরের মার্চে আরেকটি কেমিক্যাল বিষ্ফোরণের ঘটনায় অন্তত ৮০ জন মারা যাবার ঘটনা ঘটেছে। এছাড়া ২০১৫ সালে পোর্ট সিটি তিয়ানজিনের অবৈধ একটি গুদামে বড় রকমের বিষ্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় ১৭৩ জন নিহত হয়েছিলেন।
একুশে জার্নাল/ইএম/১৫-৪০