বিভাগ হলে সিটি কর্পোরেশন হবে ফরিদপুর
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২১ ২০১৯, ১৬:৩৭

বিভাগ করা হলে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হবে ফরিদপুর। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এমন শর্তে ফরিদপুরে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে।
সোমবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
কুমিল্লা, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর তো বিভাগ নয়, সেখানে তো সিটি কর্পোরেশন আছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা অতীতে হয়ে গেছে, ভবিষ্যতে হবে না। গাইডলাইন হলো বিভাগীয় সদর হলে ওখানে সিটি কর্পোরেশন হবে। এটা ভবিষ্যতের জন্য অনুসরণীয়।’