গোয়াইনঘাটে হিন্দু সম্প্রদায়ের মাঝে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১১ ২০১৯, ০১:১৪
একুশে জার্নাল ডেস্ক: গোয়াইনঘাট উপজেলাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের লুনী গ্রামে হিন্দু সম্প্রদায়ের মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।এতে প্রায় শতাধিক পুরুষ/মহিলা রোগীদের মাঝে ফ্রী চিকিৎসা ও ডায়াবেটিস নির্ণয় করা হয়।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে নিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ফ্রী মেডিকেল ক্যাম্প। এতে ফ্রি চিকিৎসা প্রদাণ করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার সৈয়দ তাসনুব সামী। পশ্চিম জাফলং ইউনিয়নের লাঠি গ্রামের সন্তান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা জামাল আহমদ’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ফ্রী মেডিকেল ক্যাম্প। এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি ফয়জুর রহমান, আব্দুর রহমান, ডাক্তার আবুল খায়ের, ডাক্তার সুব্রত শর্মা, ডাক্তার হেলাল আহমদ প্রমূখ।