নির্ধারিত সময়েই বিপিএল শুরুর প্রত্যাশা জালাল ইউনুসের
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৮ ২০১৯, ০৪:০৯
পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৬ ডিসেম্বরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে। সোমবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমনিট বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ পরিচালক আরও বলেন, বিপিএল শুরু হওয়ার তারিখ এখনও পর্যন্ত ৬ ডিসেম্বরই থাকছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে আমরা মিটিংয়ে বসব। তবে কাজ কিন্তু হচ্ছে। আকরাম খান কাজ করছেন। আর এবার বিপিএলের বিষয়টি বোর্ড সভাপতি নিজেই দেখছেন। নির্ধারিত সময়েই টুর্নামেন্ট হয়ে যাবে আশা করি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু’ বিপিএল। বিসিবি নিজ অর্থায়নে এবারের বিপিএল পরিচালনা করবে। থাকছে না কোনো ফ্রাঞ্চাইজি।
একুশে জার্নাল/ইএম