ছাত্র মজলিস শাবিপ্রবির নির্বাহী কমিটি পুনর্গঠন সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৯ ২০১৯, ১৫:৩৭

বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০১৯-২০ সেশনের নির্বাহী কমিটি গঠনের লক্ষে গতকাল ১৮ অক্টোবর শুক্রবার বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের ২০১২ কক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়।

শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমান আল মাসুদ রাহাতের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও সংঠনের সাবেক সেক্রেটারি জেনারেল সাইফুর রহমান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঠনের সাবেক সেক্রেটারি জেনারেল এইচ এম খালেদ আহমদ, সংঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব জেলা সভাপতি জারির হোসাইন।

সভায় ২০১৯-২০ সেশনের জন্য ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নির্বাহী কমিটির দায়িত্বশীল হলেন- সভাপতি,  জাকারিয়া হোসাইন জাকির, সেক্রেটারি, আব্দুর রহমান আল মাসুদ রাহাত, বায়তুলমাল সম্পাদক, নাহিদ হাসান, পাঠাগার সম্পাদক, ওমর ফারুক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক, শাহজালাল মিয়া।

উল্লেখ্য, গত ০৪ অক্টোবর’১৯ সালে সিলেট শহীদ সুলেমান হলে সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি শাখার যৌথ সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে শাবিপ্রবি শাখার সভাপতি নির্বাচিত হন জাকারিয়া হোসাইন জাকির এবং সেক্রেটারি মনোনীত হন আব্দুর রহমান আল মাসুদ রাহাত।

একুশে জার্নাল/ইএম/১৯-৬