৬ দফা দাবি মেনে নেয়নি প্রশাসন, গুজব ছড়ানো হচ্ছে
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২১ ২০১৯, ২০:৫০
মিজানুর রহমান, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে আল্লাহ ও নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তিকারী বিপ্লব চন্দ্রের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলে পুলিশের অতর্কিত হামলায় পাঁচজন নিহত এবং দেড় শতাধিক আহত হওয়ার প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে সাংবাদিক সম্মেলন করে ৬ দফা দাবি জানানো হয়।
বোরহানউদ্দিনে পুলিশের সাথে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনায় সোমবার (২১-শে অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সন্মেলন থেকে ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিন উপজেলার ওসির অপসারণসহ ৬ দফা দাবি করা হয়।
ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা বশির উদ্দিন বলেন, পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এ সময় তিনি তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, মহানবী (সা.), আল্লাহ ও ইসলামকে ব্যাঙ্গ ও কটূক্তিকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সরকারি খরচে চিকিৎসা দিতে হবে। ইতিমধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল পত্রিকাগুলো ৬ দফা দাবি মেনে নেওয়ার নিউজ করেন যা পুরো ভিত্তিহীন।
সর্বদলীয় ঐক্য পরিষদের যুগ্ম-সদস্য সচিব মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান একুশে জার্নাল পরিবারকে জানান, আমাদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দাবী-দাওয়া সংক্রান্ত কোন বৈঠক হয়নি। তিনি আরও জানান, বিভিন্ন পত্রিকাগুলো এই বিষয়ে গুজব ছড়াচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।