হবিগঞ্জের বাহুবলে কমিউনিটি পুলিশিং ডে ও আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৬ ২০১৯, ১৯:৫৭

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরীর সভাপতিত্বে ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিলনের পরিচালনায় বাহুবল মডেল থানা মাঠে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ১ বাহুবল- নবীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও বাহুবলের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও র‍্যালি শেষে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা ও বিশেষ অবদান রাখায় তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।