হাসপাতালে ভর্তি আল্লামা আনোয়ার শাহ, দেশবাসীর দোয়া কামনা
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৮ ২০২০, ০০:০৫
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে চিকিৎসা করে আসা দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন বেফাকুল মাদারিসের সিনিয়র সহ সভাপতি জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের পরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন।
ব্যাংককের ডাক্তারদের দেওয়া চিকিৎসার সঠিক নার্সিং ব্যবস্থা এবং ভালো উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য গতকাল সোমবার ৬ ডিসেম্বর আল্লামা আনোয়ার শাহকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, হুজুর দীর্ঘ দুইমাস ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। সেসময় ডাক্তাররা তাকে নানা ধরনের চিকিৎসা দেন। সেগুলোর কিছু দেশে ফিরে এসে কোনো হাসপাতালে করার দরকার ছিল। তাই হুজুরকে ডেলটা হাসপাতালে আনা হয়েছে।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ সাহেবের পুরোপুরি সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর জন্য দোয়া চাওয়া হয়েছে।
এর আগে খাদ্যনালীতে টিউমারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের পাই থাই নাওয়ামিন ইন্টারন্যাশনাল হসপিটালে দীর্ঘ দুইমাস চিকিৎসা শেষে গত ১৪ ডিসেম্বর দেশে ফিরেন