“গোলাপ থেকে রক্ত ঝরে” কাব্য গ্রন্থের পাঠ উন্মোচন করলেন কবি নির্মলেন্দু গুণ
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১২ ২০১৯, ২১:৪৪
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত শনিবার (০৯ নভেম্বর) রাতে বালাদেশ লেখক ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কবি চকিত প্রাচুর্য রচিত কাব্যগ্রন্থ “গোলাপ থেকে রক্ত ঝরে” কাব্য গ্রন্থের পাঠ উন্মোচন করেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গূন।
বাংলাদেশ কবি-লেখক ফোরাম কর্তৃক আয়োজিত ফোরামের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও কৃতি কবি সম্মাননা ২০১৯ উপলক্ষ্যে উক্ত বইয়ের পাঠ উন্মোচন হয়।
পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গূন। এতে আরো উপস্থিত ছিলেন, প্রাকৃতজ কবি শামিম টিটু, কবি ও নাট্যকার এবি এম রশিদ, আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি, ও বাংলাদেশ কবি -লেখক ফোরামের সভাপতি মাইদুল ইসলাম মুক্তা সহ প্রমুখ। কবি নির্মলেন্দু গুন উক্ত অনুষ্টানে কবি চকিত প্রাচুর্য এর রচিত কাব্য গ্রন্থ “গোলাপ থেকে রক্ত ঝরে” এর সফলতা ও কবির উন্নতি কামনা করেন।