নাটোরে ডাস্টবিন থেকে নবজাতককে টেনে বের করে আনলো কুকুর!
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১২ ২০১৯, ১৭:১১
নাটোর শহরের উত্তর পূর্ব পাটুয়াপাড়া এলাকার কুড়মির মাঠে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়রা ময়লা ফেলতে গিয়ে নবজাতকটি দেখতে পায়।
স্থানীয় কাউন্সিলর ফরহাদ হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কুড়মির মাঠ এলাকায় ডাস্টবিনে ময়লা ফেলতে যান স্থানীয়রা। এসময় এক কুকুর ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ টেনে বের করে আনে। তৎক্ষণাৎ তারা পুলিশে খবর দেন।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, ডাস্টবিনে নবজাতকের মরদেহ পাওয়ার খবর শুনেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।