মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৫ ২০১৯, ১৭:৫০
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯৪১৩ জন। উত্তীর্ণের মধ্যে ছেলে ২২৮৮২, মেয়ে ২৬৫৩১। বিকেল চারটায় মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে পরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়।
নতুন পদ্ধতিতে গত শুক্রবার (১১ অক্টোবর) দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ৩৬টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৬৮ আসন ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনসহ মোট ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৬৯ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, আগে আট পৃষ্ঠা থাকলেও এ বছর মাত্র দুই পৃষ্ঠার প্রশ্ন ও উত্তরপত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়। তবে প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র ছিল ভিন্ন।
একুশে জার্নাল/ইএম/১৫-৩৬