জামেয়া রেঙ্গার সম্মেলনের মাঠ পরিদর্শন ও মতবিনিময়
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৬ ২০১৯, ১৮:৫২
জামিল মশহুদ: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার আসন্ন শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলন সফলের লক্ষে দস্তারবন্দী সম্মেলন বাস্তবায়ন কমিটি ও জামেয়া কর্তৃপক্ষের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথকভাবে এক মতবিনিময় সভা আজ (১৬ ডিসেম্বর) বিকাল ২টায় অনুষ্ঠিত হয়।
ফুযালা বিভাগের যিম্মাদার মাওলানা ক্বারী ফজলুর রহমান মাধবপুরীর নেতৃত্বে সম্মেলন মাঠ পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল।
মাঠ পরিদর্শন শেষে জামেয়া অফিসে মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মাওলানা বাহাউল ইসলাম আহসান, মাওলানা মনজুর আহমদ, এনাম উদ্দিন, ফুযালা পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা তালেব উদ্দিন শমসেরনগরী, মাওলানা ক্বারী ফজলুর রহমান মাধবপুরী, মিডিয়া উপ-কমিটির সদস্য মাওলানা আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদের বিভাগীয় সম্পাদক ইকবাল হাসান জাহিদ, মিডিয়া উপ-কমিটির সদস্য মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা ইলিয়াস মশহুদ, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১১টায় জামেয়ার মুহাদ্দিস মাওলানা জমশেদ আলী গোয়াইনঘাটীর নেতৃত্বে সম্মেলন মাঠ পরিদর্শন করেন ফুযালা পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা তালেব উদ্দিন শমসেরনগরী, মাওলানা ক্বারী ফজলুর রহমান মাধবপুরী, মিডিয়া উপ-কমিটির সদস্য মাওলানা আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদের বিভাগীয় সম্পাদক ইকবাল হাসান জাহিদ, মিডিয়া উপ-কমিটির সদস্য মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা ইলিয়াস মশহুদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য, জামেয়া আব্বাসিয়া কৌড়িয়ার সহ-শায়খুল হাদীস হাফিয মাওলানা মুফতি আব্দুল হামিদ সাকিব, জামেয়া বহরগ্রাম মাদরাসার মুহাদ্দিস ক্বারী মাওলানা শুয়াইবুর রহমান, কুবাজপুর জগন্নাথপুর মাদরাসার শিক্ষাসচিব হাফিয মাওলানা মুফতি তাজুল ইসলাম, লেখক ও সম্পাদক হাফিয মাওলানা ক্বারী শামছুল হক শ্রীমঙ্গলী, মাওলানা ক্বারী জুবায়ের আহমদ গোয়াইনঘাটী, জামেয়ার তালীমুল কুরআন গোটাটিকর মাদরাসার সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা মামুন মাসুম, জামিয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার শিক্ষক মাওলানা এনামুল হাসান নাদীম, মাওলানা ক্বারী সাদিকুর রহমান মৌলভীবাজারী, মাওলানা ক্বারী আব্দুল গনী কটালপুরী, মাওলানা ক্বারী ইব্রাহীম আলী, হাফিয মাওলানা ক্বারী ইলিয়াস মশহুদ ফতেহপুরী প্রমুখ।
পৃথক পৃথক এসব মতবিনিময় সভায় সম্মেলন বাস্তবায়নে জামেয়ার ৪৮তম ব্যাচের ফাযিলদের পক্ষ থেকে একাধিক কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ২০১৯, জামেয়া রেঙ্গার ১০০ বছর পূর্তি ও ৩ দিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এবং উপমহাদেশের বরেণ্য উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন।