পার্বত্য অধিকার ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১২ ২০১৯, ২০:৫১
রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য অধিকার ফোরামের প্রতিষ্ঠাতা, স্থায়ী সদস্য, উপদেষ্টা মণ্ডলী, তিন পার্বত্য জেলা, বিশ্ববিদ্যালয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দদের নিয়ে পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা এইচ এম হেলালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-সভাপতি সাহজল ইসলাম সজলের পরিচালনায় গতকাল (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাস্থ অস্থায়ী কার্যালয়ে পার্বত্য অধিকার ফোরামের এক জরুরি আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় উপস্থিত সবার সিদ্ধান্তক্রমে পার্বত্য অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাহজল ইসলাম সজলকে আহবায়ক ও আনিসুজ্জামান ডালিমকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ নাজিম আল হাসান, মোঃ ইউনুছ, সদস্য মোঃ সাহাব উদ্দিন, মোঃ ইখতিয়ার ইমন, মোঃ মোকতাদের হোসেন, মোঃ আহম্মেদ রেদওয়ান, মোঃ লোকমান হাকিম, মিছেস সালমাএ আহমেদ মৌ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রবিউল ইসলাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, রাঙামাটি সরকারি কলেজ শাখার সভপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বাকি বিল্লাহ, চট্টটগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মোঃ ইউনুছ বাঙালীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
একুশে জার্নাল/ইএম