সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মতি জানাল তুরস্ক
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৮ ২০১৯, ১২:২৬
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক যে সামরিক অভিযান চালাচ্ছে তা বন্ধ করতে সম্মত হয়েছে তারা।
তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। দু’জনের ওই সাক্ষাতের পরেই যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে তুরস্ক। পাঁচদিনের জন্য সব ধরনের লড়াই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বৈঠকে মাইক পেন্স জানিয়েছেন, সীমান্ত থেকে কুর্দি বাহিনীকে হটাতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। অন্তত ৩০ কিলোমিটার পর্যন্ত কুর্দিদের হটিয়ে ‘নিরাপদ অঞ্চল’ তৈরি করতে চায় তুর্কি বাহিনী। তুরস্কে থাকা ৩০ লাখের বেশি সিরীয় শরণার্থীকে ওই অঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনার কথাও বলেছে তুর্কি কর্তৃপক্ষ।
তুরস্ক যুদ্ধবিরতিতে সম্মত হলেও কুর্দি বাহিনী ওয়াইপিজে এ বিষয়ে সম্মত হয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়। তবে সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের কমান্ডার মাজলুম কোবানি বলেছেন, সীমন্তবর্তী রাস আল-আয়িন এবং তেণ আবিয়াদ শহরের মধ্যে হওয়া চুক্তি মেনে চলবে কুর্দি বাহিনী। সেখানে দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। আমরা অন্যান্য শহরের বিষয়ে এখনও কোনো আলোচনা করিনি।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধকালীন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেন, রাস আল-এইন শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরেও সংঘর্ষ চলছে। সিরিয়ায় গত আট দিনে ৭২ বেসামরিকের মৃত্যু হয়েছে এবং আরও তিন লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
একুশে জার্নাল/ইএম/১৮-৫