ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৪ ২০১৯, ১৯:৪৯

ভোলা প্রতিনিধি: ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল, সীমান্তে র‍্যাবের উপর নির্যাতন, সন্ত্রাস,মাদক-জুয়া, খুন ধর্ষণ বন্ধ ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে পিটিয়ে হত্যাকারী খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাটখোলা মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হলে এতে পুলিশ বাঁধা দেয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা মুহা. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আতাউর রহমান মোমতাজীর পরিচালনা এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় নেতা কর্মীরা পুলিশের এমন কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করে তীব্র নিন্দা জানান।

শেষে মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।