শ্রীমঙ্গলে জাতীয় সমবায় দিবস উদযাপন
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০২ ২০১৯, ১৪:১২

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৮ তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সমবায় দিবস ২০১৯ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন সুইটি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।