সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে : ডিএসসিসি মেয়র
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০২ ২০১৯, ২১:৪২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘সরকার নির্ধারিত মূল্যে ডিএসসিসি এলাকার ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’ বুধবার পলাশী কাঁচা বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পেঁয়াজের মূল্য কোনক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়তে দেওয়া হবে না। মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান চলবে। প্রয়োজনীয় সকল পণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এবং স্থিতিশীল রয়েছে। সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সকল কাঁচাবাজারে একযোগে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে । যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দর পূর্বের ন্যায় ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে। একটা শক্ত মনিটরিং এর মধ্য দিয়ে আমরা বাজার নিয়ন্ত্রণ করবো।’
প্রয়োজনের তুলনায় বেশি পেঁয়াজ কিনে বাসায় মজুদ না করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘শিগগিরই পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে। দৈনন্দিন ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই ক্রয় করবেন। দাম বেড়ে যাচ্ছে এই ভেবে বেশি কিনে সরবরাহের মধ্যে চাপ সৃষ্টি করবেন না।’
পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে খোকন বলেন, ‘শ্যামবাজার এবং কারওয়ান বাজারে কিছু অসাধু ব্যবসায়ীর মজুদ কারবারের মানসিকতা রয়েছে। যদি কোন পাইকারি ব্যবসায়ী এই মজুদ গড়ে তোলবার চেষ্টা কওে, তাহলে সেই বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে মজুদদারের গুদামও ম্যাজিস্ট্রেট সিলগালা করে দিতে পারেন।’
একুশে জার্নাল/ইএম