ময়মনসিংহে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৭ ২০১৯, ১৮:০০
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ গণধর্ষণ মামলার দ্বিতীয় আসামি ফারুক মিয়াকে (২৭) গাজীপুর থেকে গ্রেফতার করেছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গণধর্ষণ মামলার ঐ আসামিকে আাদালতে প্রেরণ করা হয়েছে। সে কৈয়ারচালা গ্রামের আজিজুল হকের পুত্র। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৩ আগস্ট উপজেলার আছিম কুটিরা এলাকায় এক কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে তিন যুবক। ৪ আগস্ট তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে ওই কিশোরী।
পরে রাতে ফুলবাড়ীয়ার কালাদহ ঈদগাহ সামনে ধর্ষণকারীরা অবস্থান করছে, এমন সংবাদে অভিযানে যায় ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম (২০) নিহত হয়।
একুশে জার্নাল/ইএম/১৭-২২