শায়খুল হাদিস আল্লামা বিশ্বনাথী ও আল্লামা হবিগঞ্জীর রাহ. স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৬ ২০২০, ১৬:০৬
শায়খুল হাদীস আল্লামা গহরপুরী রাহ. এর খলিফা হযরত শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী রাহ. ও শাস্ত্রের উজ্জল নক্ষত্র বর্ষীয়ান আলেম শায়খুল হাদীস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে যুক্তরাজ্যে অবস্থানরত জামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রাক্তন ফুজালাদের উদ্যোগে ইসালে ছোয়াব, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় বার্মিংহাম ওয়ালসল দারুল কোরআন সেন্টারে জামিয়া গহরপুরের ফাজিল ও দারুল কোরআনের প্রিন্সিপাল মাওলানা আনহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মুফতি মাওলানা সাদিকুর রহমান।
বক্তব্য রাখেন, মাওলানা মর্তুজা খান, মাওলানা শাহনুর আহমদ, মাওলানা গোলাম মোহায়মীন চৌধুরী ফরহাদ, মাওলানা ফজলুর রহমান, মাও আব্দুল জলীল, মাওলানা সাদিকুর রহমান, মাও মুফতি তাজুল ইসলাম, ক্বারী আব্দুল মুক্বিত আযাদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা এনামুল হাসান ছাবির, মাওলানা সিরাজুল ইসলাম শাহনুর, মাওলানা আফম শুয়াইব, মাওলানা নুরুল আমীন মুন্না, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ওয়াহিদুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ, হাফিজ ইব্রাহীম, মাওলানা শাহ জাহান, হাফিজ দিলওয়ার আহমদ, বিলাল আহমদ, হাজি এনামুল হক, হাজি ইকবাল আহমদ প্রমুখ।