শ্রীমঙ্গলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৩ ২০১৯, ১৯:৪৬
এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাসি ও পঁচা খাবার বিক্রির অপরাধে মৌলভীবাজার রোডস্থ বেঙ্গল ফুডস কে ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অপরাধে চৌমুহনাস্থ গোবিন্দাস রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস-কে ১ হাজার টাকা এবং মেয়াদা উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করার অপরাধে চৌমুহনাস্থ মা এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স ।