বাবরি মসজিদের রায় নিয়ে বাংলাদেশে কোনো উত্তেজনা থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১০ ২০১৯, ০১:৪৫
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, বাবরি মসজিদের রায় নিয়ে বাংলাদেশ কোনো উত্তেজনার মধ্যে থাকবে না। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব।
আজ শনিবার রাজধানীতে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একসঙ্গে মিলেমিশে একত্রে এক সাংস্কৃতিক আবহে বসবাস করি। এখানে উত্তেজনার কোনো স্থান নেই। উত্তেজনা যেন সৃষ্টি না হয় এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশে সংশ্লিষ্ট বিভাগ সক্রিয় রয়েছে।