ভোলার সেই বিপ্লবসহ তিনজন কারাগারে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২১ ২০১৯, ২১:৫৬

যার ফেসবুক ম্যাসেঞ্জারে মহানবী (সা.)-কে কটূক্তির কারণে ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষ হয়েছে, সেই বিপ্লব চন্দ্র বৈদ্য শুভসহ তিনজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম তাদেরকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর মধ্যে শাকিলকে রবিবার পটুয়াখালীর গলচিপা এবং ইমনকে কাচিয়া থেকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

অন্য ৭-৮ জন অজ্ঞাতনামা আসামির সঙ্গে ‘পরস্পর যোগসাজশে’ ফেসবুক ম্যাসেঞ্জারে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ডিজিটাল মাধ্যমে ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। রবিবার বোরহানউদ্দিন থানায় ‍উপপরিদর্শক দেলোয়ার হোসেন তাদের বিরুদ্ধে আইটি আইনে মামলাটি করেন। বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।