কাল একাদশে পরিবর্তন আসতে পারে
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৯ ২০১৯, ১৬:০৭
প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে পরের ম্যাচে যাচ্ছেতাইভাবে ভারতের কাছে হেরে যায় তারা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছে ট্রফি নির্ধারণী। এতে যারা জিতবে তারাই শিরোপায় চুমু আঁকবে।
দীর্ঘ ৪ বছর ফিরে প্রথম টি-টোয়েন্টিতে বোলিংটা ভালোই করেন আল-আমিন। তবে দ্বিতীয় ম্যাচে খারাপ পারফরম প্রদর্শন করেন তিনি। ফলে বাদ পড়ছেন ডানহাতি পেসার।
তবে বাজে পারফরম করেও অভিজ্ঞতা ও কন্ডিশনের কারণে টিকে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম! এছাড়া দলে আর কোনো রদবদল আসার খবর প্রাথমিকভাবে জানা যায়নি। ব্যাটিং অর্ডারেও কোনো বদল আনার সংবাদ পাওয়া যায়নি।
লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম,আরাফাত সানি/আল-আমিন,শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।