বঙ্গবন্ধু বিপিএল: ব্যাটে-বলে ঝলক দেখাচ্ছেন দেশি ক্রিকেটাররাই

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৫ ২০১৯, ১৯:১৭

আপাতত বঙ্গবন্ধু বিপিএল আয়োজনের মূল উদ্দেশ্য সফল। মাঠ কিংবা মাঠের বাইরের সকল সমস্যা ছাপিয়ে বিদেশিদের পিছে ফেলে ঢাকা পর্বে এগিয়ে স্থানীয়রাই। দু’দিন বিরতি দিয়ে খুলনা-রাজশাহীর ম্যাচ দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হবে বিপিএল-উৎসব। তবে, জিজ্ঞাসা একটাই, মাঠে থাকবে তো দর্শক?

ব্যাটে কিংবা বলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটাররা। এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার উপরে ক্যারিবীয় চ্যাডউইক ওয়ালটন থাকলেও যৌথভাবে তার পাশেই আছেন ইমরুল কায়েস। সমান ম্যাচে সমান ১১৭ রান করেছেন দুজনেই। সেরা দশজন ব্যাটসম্যানের ভিতরে বিদেশি খেলোয়াড় মাত্র ৩ জন।

১১২ রান নিয়ে তৃতীয় অবস্থানে মোহাম্মদ মিঠুন। চতুর্থ এবং পঞ্চম অবস্থানে যথাক্রমে তামিম ইকবাল (১১০) এবং মোসাদ্দেক হোসেন সৈকত (১০৯)। সেরা দশের অপর ব্যাটসম্যানরা হলেন এনামুল হক বিজয় (১০০), নাঈম শেখ (৯৫), লিটন দাস (৮৩), দাশুন শানাকা (৭৫) এবং আভিস্কা ফার্নান্দো (৭০)।

বোলিংয়েও অধিপত্য দেশিয় ক্রিকেটারদের। সেরা পাঁচ বোলারের ভিতর মাত্র দুজন বাংলাদেশি হলেও সেরা দশ বোলারের মধ্যে এর সংখ্যাটা ৬।

৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন লংকান অলরাউন্ডার থিসারা পেরেরা। তবে সমান ৪টি করে উইকেট নিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছেন অলক কাপালি, লুইস গ্রেগরি এবং সৌম্য সরকার।

৩ উইকেট নিয়ে পঞ্চম অবস্থানে রবি বোপারা। সমান উইকেট নিয়ে এর পরে আছেন ফরহাদ রেজা, আল আমিন, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজা এবং রুবেল হোসেন