বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে নিহত শহীদ মিজানের জানাযায় মুসল্লির ঢল
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২১ ২০১৯, ১৬:১৯
ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে আল্লাহ ও মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারী বিপ্লব চন্দ্রের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের অতর্কিত হামলার গুলিতে ৭ জন নিহত ও প্রায় দেড় শতাধিক আহত হয়। এর মধ্যে মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ হারুনুর রশীদের ছেলে মুহা. মিজানুর রহমান (২৩) নিহত হয়েছেন।
আজ সোমবার (২১ অক্টোবর) বাদ জোহর, উপজেলার ২নং ইউনিয়নের ভুইয়ার হাট বাজার মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তৌহিদি জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন, ২নং হাজিরহাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব শাহরিয়ার চৌধুরী দ্বিপক, মাওলানা মুহা.মফিজুল ইসলাম, মুফতী এনায়েত উল্লাহ নুরনবী, মাওলানা আব্দুল মতিন ফয়েজী, মাওলানা, নিহত মিজানুর রহমানের উস্তাদ মাওলানা আশ্রাফ আলী, মাওলানা মাকসুদুর রহমান সহ প্রমূখ।
এময় বক্তারা বলেন, ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে আল্লাহ এবং নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলে পুলিশের অতর্কিত হামলারর গুলিতে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে সরকারী সহায়তা করতে হবে, পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরও সরকারিভাবে চিকিৎসার খরচ বহন করতে হবে।
বক্তারা আরো বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায়, যারা এই তৌহিদী জনতার উপর হামলা চালিয়ে হত্যা কান্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সেই কটুক্তিকারী বিপ্লব চন্দ্র শুভকে ফাঁসি দিতে হবে, যদি তা না করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা ও ইউনিয়নে আমরা গণ আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। এসময় বক্তরা শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।