আজাদি মার্চের সমাপ্তি ঘোষণা, দেশব্যাপী অবরোধের ডাক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৩ ২০১৯, ২২:০১

জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান ১৪ দিন পর আজ আজাদি মার্চের সমাপ্তি ঘোষণা করেছেন।

ডেইলি জং জানায়, মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ পরামর্শক সভা সমাপ্ত হয়েছে। বৈঠক শেষে তিনি আজাদি মার্চ শেষ করে সারা দেশের মহসড়কগুলোতে দলমত নির্বিশেষে অবরোধ করার ঘোষণা দেন।

মাওলানা ফজলুর রহমান চলমান আন্দোলন ইসলামাবাদ থেকে সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন কোনো মায়ের সন্তান আমাদের রুখতে পারবে না।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, আজ থেকে প্ল্যান বি-র বাস্তবায়ন শুরু করা হবে। যার আওতায় আজ বেলুচিস্তানের চমন, কোয়েটা মহাসড়কটি এর মধ্যেই অবরোধ করা হয়েছে।

তিনি দেশবাসীকে বলেন, আপনারা যারা ইসলামাবাদ আসতে পারেননি, তাদের জন্য সুবর্ণ সুযোগ তারা যার যার এলাকায় অবরোধে নেমে আসবেন। আমরা গণতন্ত্র ও দেশের জন্য এতদিন আজাদি মার্চ করেছি। কিন্তু শেষ পর্যন্ত এবং এ অবৈধ সরকার পদত্যাগ পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো।

পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম ডন জানায়,  জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান প্ল্যান-বি এর ব্যাখ্যা করতে গিয়ে এ কথা জানান, বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ দেশের মহাসড়ক অবরোধ করা হবে।

তিনি বলেন, আগামীকাল পেশোয়ার ও রাওয়ালপিন্ডির মধ্যবর্তী জিটি রোড অবরোধ করা হবে। সিন্ধু মহাসড়ক, বেলুচিস্তানের কোয়েটা-চামান সড়ক, খাইবার পাখতুনখোওয়ার সিল্ক রোড এবং পাঞ্জাবের সিন্ধু হাইওয়ে ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে গেছে।

জেআইআই-এফ-এর অন্য নেতা নেতা রশিদ সোমো আগামীকাল দুপুর ২ টার মধ্যে করাচির হাব নদী সড়ক অবরোধ করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন। তিনি কর্মীদের অবরোধের সময় অ্যাম্বুলেন্সে যাওয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন। তিনি তাদের হাতে লাঠি না ধরার নির্দেশও দিয়েছেন বলে জানা যায়।

এর আগে গতকাল বুধবার পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান সরকারবিরোধী আন্দোলনের প্ল্যান বি চূড়ান্ত করেছেন।

জমিয়তের প্ল্যান বি অনুযায়ী, সিন্ধু, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের মূল মহাসড়ক এবং রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ করার ঘোষণা দেন।

ডেইলি জং আরো জানায়, চারটি প্রাদেশের জমিয়তের নেতারা প্ল্যান বি অনুযায়ী মাওলানা ফজলুর রহমানকে তাদের প্রস্তুতির কথা বিস্তারিত জানালে তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন।