ভোলার বোরহানউদ্দিনে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ৩০ ২০১৯, ১১:২১
মিজানুর রহমান, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে শামিম (১৬) নামের এক হাফেজিয়া মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর হামলার ঘটনাটি ঘটে। পরে চিকিৎসারত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাদরাসার ছাত্র শামীম মারা যায়। একই বাড়ির রতনের ছেলে মিলন (৪২), সৈয়দ এর ছেলে তাহের (৩৫) এ হামলা চালায়। আহত অবস্থায় স্থানীয় লোক তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় । গত ২৭ ডিসেম্বর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শামিমের মৃত্যু হয়।
মৃত শামিমের বাবা আলমগির ফরাজি বলেন, আমার ছেলেকে আমার সামনে মফিজল সর্দারের নির্দেশে মিলন ও আবুতাহের পিটিয়ে আহত করে। পরে আমরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করি, তার অবস্থা আসঙ্কাজনক হলে বরিশাল হাসপাতালে ভর্তি করাই সেখানে চিকিৎসারত অবস্থায় শামিমের মৃত্যু হয়।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।