ঘুষের টাকাসহ জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারী আটক
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৬ ২০১৯, ১৯:৫৫
জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারী গোলাম মোস্তফা খোকনকে ঘুষ গ্রহণের সময় ১ লাখ ৩৩ হাজার টাকাসহ আটক করেছে দুদক।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।
দুদক জানায়, ওই অফিস সহকারীর নার্সদের বিনোদন ভাতা আটকে রেখে হয়রানী করে ঘুষের টাকা দাবি করেছিল এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বেতন বিলের চেক, মাতৃত্বকালীন ছুটির আবেদন আটকে রেখে ঘুষ গ্রহণের অভিযোগও রয়েছে।
দুদক টাঙ্গাইল জোনের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ভাতা ও মাসিক বেতন উত্তোলনের সময় হয়রানি করে ঘুষ গ্রহন করে আসছিলো খোকন।
তিনি বলেন, ‘এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে খোকনের ব্যবহৃত আলমারি, টেবিলের ড্রয়ার এবং তার প্যান্টের পকেট থেকে মোট ১লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্ত করে এর সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
আটককৃত গোলাম মোস্তফার বিরুদ্ধে এজাহার দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে কোনও অভিযোগ না থাকায় এ বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. প্রফুল্ল কুমার সাহা।
একুশে জার্নাল/ইএম/১৬-২০