আগামি কাল জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ৩০ ২০১৯, ১২:২৭
আগামীকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ওই দিন বেলা ১২টায় প্রকাশ করা হবে।
চলতি বছরের ২ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়।