রাঙামাটিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৪ ২০১৯, ১৮:২৩

রাঙামাটি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল, সন্ত্রাস, দূর্নীতি, খুন, মদ-জুয়া, ধর্ষণ বন্ধ ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের যেসকল চুক্তি করা হয়েছে, তা দেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। অনতিবিলম্বে ভারতের সাথে সকল দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে।
বক্তরা আরও বলেন, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, আসলে আবরারকে হত্যা করা হয়নি বরং বাংলাদেশকে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদ হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী মাওলানা নুর হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ নাসির হোসেন, ইসলামী যুব আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুকসহ জেলা নেতৃবৃন্দ।
সমাবেশে শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় গিয়ে শেষ হয়।
একুশে জার্নাল/ইএম