প্যারিসে উগ্রপন্থী মৌলবাদী খ্রিস্টানদের বিক্ষোভ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৭ ২০১৯, ২২:৩৮

ফ্রান্স প্রতিনিধি ফ্রান্সের প্যারিসে আজ রবিবার দুপুর ২ টার সময় ফ্রান্সের উগ্রপন্থী মৌলবাদী ফার রাইট গ্রুপের খ্রিস্টানরা বিক্ষোভ শুরু করে। তারা স্লোগান দেয়- ইসলাম ধর্ম নিপাত যাক, মুসলমান নিপাত যাক, ফ্রান্স রক্ষা পাক!

তারা বলে ফ্রান্সে পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে ইসলাম ধর্মকে দমন করতে হবে।ইসলাম হচ্ছে সন্ত্রাসী কর্ম।

এই ব্যাপারে ফ্রান্সের মুসলিম কমিউনিটির নেতা মিশরীয় বংশদ্ভুত আবদেল মোহাম্মদ বলেন, আজ প্রমাণ হলো ফ্রান্স সরকারই উগ্রপন্থী মৌলবাদী খ্রিস্টানদের লালন পালন করে। গত ১০ নভেম্বর প্যারিসে মুসলমানদের বিক্ষোভের কাউন্টার বিক্ষোভ হিসেবে ফ্রান্স সরকার এসব খ্রিস্টান যুবক-যুবতিদের লেলিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ১৪০০ শত বছর ইসলামের কেউ ক্ষতি করতে পারেনি। ইসলাম ধর্ম ধংস হবেনা, বরং ইসলাম বিরোধী অবস্থান নিলে ফ্রান্স এক সময়আল্লাহ তায়ালার ভয়াবহআজাবের সম্মুখীন হতে পারে। খ্রিস্টান মৌলবাদীরা প্যারিসের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করছে।