ছাড়া পেলেন কলরবের বদরুজ্জামান
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৪ ২০১৯, ১৯:০৭
ছাড়া পেলেন কলরব যুগ্মনির্বাহী পরিচালক বদরুজ্জামান
জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর যুগ্মনির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে তিনি মুক্তি পান।
কলরবের প্রধান পরিচালক রশীদ আহমদ ফেরদৌস মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের পর ডিবি কার্যালয় থেকে বদরুজ্জামানকে ছেড়ে দেয়া হয়। আমরা এখন ডিবি কার্যালয় যাচ্ছি তাকে নিয়ে আসার জন্য।
এর আগে গতকাল রাতে কলরবের শিল্পী আবু রায়হান, ইলিয়াস হাসান ও মাহফুজ আলম একুশে জার্নালকে জানিয়েছিলেন যে, গতকাল বিকেলে সাভার একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ডিবি পরিচয়ে বদরুজ্জামানকে তুলে নেয়া হয়। পরে ডিবি অফিস থেকে একটি দল পুরানা পল্টনের কলরব অফিস থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায়। তখন তাদের জানানো হয় যে, বদরুজ্জামান ডিবি হেফাজতে আছেন।