জঙ্গিদের মাথায় আইএসের টুপি, সমালোচনার ঝড়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ২৭ ২০১৯, ১৭:০৭

হলি আর্টিজানের নৃশংস জঙ্গি হামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। এমন বর্বরোচিত ঘটনায় জঙ্গিদের ফাঁসির রায়ে সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করছেন। তবে আলোচিত এই মামলার রায়ের খবরকে অনেকটা পেছনে ফেলে বিতর্কের জন্ম দিল জঙ্গিদের মাথায় জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) পতাকার প্রতীক সংবলিত টুপি।

দুই জঙ্গির মাথায় এই টুপি পরা ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। চারদিকে উঠেছে সমালোচনার ঝড়। সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কীভাবে তাদের মাথায় এই টুপি এলো তা তদন্ত করার কথা জানিয়েছেন।

বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করলেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত জঙ্গির মধ্যে রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান ও জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধীর মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) পতাকার প্রতীক সংবলিত টুপি দেখা গেছে।

এরপর আসামিদের প্রিজন ভ্যানে তোলার পর আরও এক জঙ্গিকেও কালো কাপড়ে তৈরি একই রকম টুপি পরতে দেখা যায়। ওই জঙ্গির নাম জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আদালতে আনার সময় কারও মাথায় এমন টুপি ছিল না। বের হওয়ার সময় রাকিবুলের মাথায় এই টুপি দেখা যায়। কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আনা এসব জঙ্গি আইএসের প্রতীক সংবলিত টুপি কোথায় পেলেন তা নিয়ে উপস্থিত সবার মধ্যে বিস্ময় ও প্রশ্ন তৈরি হয়।

এরা কারাগার থেকে এ টুপি নিয়ে এসেছেন নাকি আদালতে আনার সময় বা আনার পর কোনোভাবে তাদের কাছে এই টুপি এসেছে-এ নিয়েও আদালত চত্বরে আলোচনা চলছিল।

যদিও কারা কর্তৃপক্ষের দাবি, জঙ্গিদের এই টুপি কারাগার থেকে আনা হয়নি।

কীভাবে জঙ্গিদের মাথায় এই টুপি এলো এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘এটি আমরা দেখেছি, ছবিও দেখেছি। আমরা বিস্মিত হয়েছি। কারাগার থেকে আনার সময় আসামিদের তল্লাশি করে দেখা হয়, তাদের সঙ্গে কী আছে তা দেখা হয়। এ ধরনের টুপি তাদের কাছে কীভাবে গেল, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।’ তবে এটি আইএসের টুপি সেটা মানতে নারাজ জঙ্গিদের নিয়ে কাজ করা এই পুলিশ কর্মকর্তা।

রায়ের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জঙ্গিরা সাধারণত কালো কাপড় ব্যবহার করে থাকে। অন্যদেরও দেখেছি। তালেবানের লোকরাও কালো কাপড়ে কালেমা লেখা থাকে। তবে এটা কীভাবে এলো, কারো গাফলতি আছে কি না দেখা দেখা হবে।’

অন্যদিকে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সংবাদ সম্মেলনেও এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আইনমন্ত্রী বলেন, বিষয়টি জেনেছি। এটি নিয়ে তদন্ত হওয়া উচিত। আমি এখনই তদন্তের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।

জঙ্গি রাকিবুল হাসান ও রাজীব গান্ধীর মাথায় আইএসের টুপি এলো কীভাবে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল আবু সাংবাদিকদের বলেন, ‘কারাগারে ছিল জঙ্গিরা। দুই জঙ্গির মাথায় আইএসের টুপি পরা দেখলাম। বিষয়টি খতিয়ে দেখা উচিত। কারাগারে তারা এই টুপি পেল কোথায়?  টুপি পরা অপরাধ না। তবে আইএসের লোগো সমৃদ্ধ টুপি পেল কীভাবে সেটাই কথা।’