খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৮ ২০১৯, ২০:০৫

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পুলিশি বাঁধার তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন।

ফ্যাসিবাদি এ আচরণের কড়া মাশুল দিতে হবে বলে তিনি হুশিয়ার করে বলেন, জালেমের ক্ষমতা চিরদিন টিকে থাকে না। মাজলুমানের এই হাহাকার ক্ষমতার মসনদকে ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ।

এসময় অচিরেই এর প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত ছাত্র মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামালুদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন প্রমুখ।

একুশে জার্নাল/ইএম