পটুয়াখালী জেলা ও শহর ছাত্র মজলিসের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৮ ২০১৯, ২২:৩৯

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস পটুয়াখালী জেলা ও শহর শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ আজ শুক্রবার জেলা সভাপতি মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নবমনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন।
২০১৯-২০ সেশনের জন্য পটুয়াখালী জেলা সভাপতি মনোনীত হন মুহাম্মদ বেলাল হোসাইন, সেক্রেটারি মনোনীত হন নুরে আলম সিদ্দিকী।
পটুয়াখালী শহর শাখার সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ আবদুল হালিম,সেক্রেটারি মনোনীত হন ইব্রাহিম খলিল।
সমাপনী অধিবেশন জেলা সভাপতি মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন।
পটুয়াখালী শহর সভাপতি মুহাম্মদ আবদুল হালিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আইয়ুব বিন মুসা, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সহ সভাপতি মাওলানা সাঈদ আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সেক্রেটারি মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী,শহর সেক্রেটারি ইব্রাহিম খলিল, শাহীন আহমেদ প্রমুখ।
একুশে জার্নাল/ইএম/১৮-১৩