প্রিয় শিষ্যের ইন্তেকালে আল্লামা আহমদ শফীর শোক
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৬ ২০২০, ১১:৩৮
প্রিয় শিষ্য হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব খ্যাত শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী।
তিনি বলেন, মাওলানা তাফাজ্জুল হক আমার প্রিয় শাগরিদ। মাইবুযীসহ কয়েকটি কিতাব আমার নিকট পড়েছেন। হাটহাজারীতে দীর্ঘদিন পড়াশুনা করেছেন। এত বড় ব্যক্তি হওয়ার পরও উনার বিনয় ছিলো অনুসরণীয়। আমাকে উস্তাদের চেয়ে বেশি সম্মান ও মুহাব্বত করতেন। তার মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গণ একজন যোগ্য ও দরদী অভিভাবক হারালো। এ শূন্যতা কখনো পূরণ হবার নয়।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা তাফাজ্জুল হক রহ. দেশের একজন শীর্ষ অালেম ও প্রখ্যাত আলোচক ছিলেন। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁকে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিল। এ মহান আলেমের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী (৮২) রোববার বিকাল ৪ টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। আজ সোমবার সকাল ১০টায় হবিগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসা মাঠে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন।