বাহুবলে পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইলসহ অর্ধশত ক্যালকুলেটর জব্দ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৪ ২০১৯, ১৪:৪২

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে ৩টি মোবাইলসহ অর্ধশতাধিক ক্যালকুলেটর জব্দ করা হয়েছে।

জানা যায়, আজ জেএসসি,জেডিসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা ছিল। পরীক্ষার্থীরা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে হলে পরীক্ষা দিতে আসলে কেন্দ্র পরিদর্শনে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব মোবাইল ও ক্যালকুলেটর জব্দ করেন।

১৪ নভেম্বর বৃ্হস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মিরপুরে অবস্থিত এফ এন উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

এসময় তিনি পৃথক দুই কেন্দ্রের পাঁচটি হলে পরীক্ষার্থীদের সাঙ্গে থাকা ক্যালকুলেটর জব্দ করার নির্দেশ প্রদান করেন।