কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসে আগুন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৭ ২০১৯, ১৭:৩৮

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে একটি বিআরটিসি দোতলা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

দোতলা বাসটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সোহাগ মাহমুদ।

যুগান্তরকে বিকাল ৪টায় মোবাইল ফোনে তিনি বলেন, খবর পাওয়া মাত্র আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। কীভাবে আগুন লাগলো সে বিষয়েও কোনো রিপোর্ট পাইনি আমরা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাননি বলে জানান তিনি।