গত ৪ দিনে ১৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৭ ২০১৯, ০১:০১

সোনামসজিদ স্থলবন্দরে গত ৪ দিনে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে ১১৩টি পেঁয়াজ ভর্তি ট্রাক প্রবেশ করেছে। এ সব ট্রাকে ১৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয় বলে জানা গেছে।

গত ৪ দিনে প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে বলে সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহুল জানান।

পেঁয়াজ আমদানিকারক তাজেল উদ্দীন জানান, গত ২৮ সেপ্টেম্বরের পূর্বে এলসি করা পেঁয়াজ ভারত থেকে আগামী ২৮ তারিখের মধ্যে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে। গত ৪ দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও বাজারে পেঁয়াজের দাম আগের মতোই রয়েছে।

বুধবার বিকালে শিবগঞ্জের বিভিন্ন পেঁয়াজ আড়তে যোগাযোগ করা হলে তারা জানান, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা।

উল্লেখ্য, গত রোববার মহদীপুর স্থলবন্দর থেকে ২৩টি, সোমবার ৩১টি, মঙ্গলবার ২৯টি ও বুধবার ৩০টি পেঁয়াজের ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

একুশে জার্নাল/ইএম/১৬-২৭