ছাত্র মজলিস দ্বীনের দূর্গ হবে আর কর্মীরা শিশাঢালা প্রাচীর: আল্লামা যুবায়ের আহমদ আনসারী
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৯ ২০১৯, ১৭:৩৫
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর আল্লামা হাফিয যুবায়ের আহমদ আনসারী বলেন, ছাত্র মজলিসের দায়িত্বশীলরা তিনটি বৈশিষ্ট্য অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। প্রথমে লেখাপড়ায় কঠোর উদ্যোমী হবে। পাশাপাশি সাহাবী জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে। তৃতীয়ত সমাজের প্রতিটি স্তরে ইসলামের সৌন্দর্য উপস্থাপনের মাধ্যমে বিপ্লবের কাজকে এগিয়ে নিতে হবে। এজন্য ছাত্র মজলিসকে দ্বীনের দূর্গ হিসেবে গড়ে তুলতে হবে। কর্মীদেরকে শিশাঢালা প্রাচীরের ন্যান্যায় অটুট থাকতে হবে।
গতকাল ১৮ অক্টোবর, শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সভাপতি হোসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি রহমতুল্লাহ নূরীর পরিচালনায় বিশেষ অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীব।
উক্ত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে ২০১৯-২০ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ রহমতুল্লাহ নূরী ও সেক্রেটারি হিসেবে মনোনীত হন আহসানুল হক সানি। অনুষ্ঠিত সমাবেশের সমাপনি অধিবেশন জেলা সভাপতি মুহাম্মদ রহমতুল্লাহ নূরীর সভাপতিত্বে ও সেক্রেটারি আহসানুল হক সানির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও বি-বাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার মঈনুল ইসলাম, ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার বিদায়ী সভাপতি মাওলানা হোসাইন আহমদ নূরপুরী, সংগঠনের সাবেক সদস্য মাওলানা কবির আহমদ, হিযবুল্লাহ আনোয়ারী, ইসমাইল খন্দকার প্রমুখ। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন, প্রশিক্ষণ সম্পাদক তাফাজ্জুল হক শফিকী, বায়তুলমাল সম্পাদক আবদুল্লাহ আল আরেফী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বুরহান উদ্দিন ফারুকী।
একুশে জার্নাল/ইএম/১৯-১১