ফরিদপুরের ভাঙ্গায় র‍্যাবের অভিযানে পদ্মা ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২৯ ২০২০, ২৩:৩০

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পার্শ্বে অবস্হিত পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারে র‍্যাব-৮ এর একটি চৌকস দল পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগারা করে দেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে এ অভিযান চালায়।

পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারটিতে অভিযান চালিয়ে সেখানকার পরিবেশ স্বাস্হ্য সম্মত না হওয়ায়, ডাক্তার ও নার্স এর অনুপস্হিতি, ডায়াগনষ্টিক সেন্টারের মধ্যে হাস-মুরগী এবং কবুতরের বসবাসের পাশে রুগিদের থাকার বেড ইত্যাদি কারণে।

এ ছাড়া ও ভূয়া ডাক্তারসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পদ্ম ডায়াগনষ্টিক সেন্টারের যাবতীয় কার্যক্রম সিলগালা করে দেওয়া হয়। সেই সাথে ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মোঃ মজিবুর রহমান খোকন (৫৮) কে তিন মাসের সাজা দেওয়া হয়,অপরদিকে ডাক্তার মামুনুর রশিদের (৩৫) এর কোন সাটিফিকেটেসহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় তাকে ছয় মাসের এবং হাসপাতালটিতে রুগি সরবরাহ করারদায়ে ওসমান মুন্সী (৫০) কে দুই মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ অাদলত।

এ সময় আরো উপস্হিত ছিলেন সিপিসি-২ এর অধিনায়ক মুকুড় চাকমা, সহকারি সিভিল সার্জন ডাঃ নাসিম প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন এর নেতৃত্বে র‍্যাব-৮ এর চৌকস দলটি এ অভিযান পরিচালনা করেন।