দেশব্যাপী খুন, ধর্ষণ ও নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে খেলাফত মজলিসের মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৪ ২০২০, ২০:১৭

জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধি: ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিলেটের রায়হান হত্যা, দেশব্যাপী গণধর্ষণ, দূর্নীতি, লুটপাট, রাজনৈতিক নিপিড়ন, রাষ্ট্রিয় নির্যাতনের প্রতিবাদে ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিরোধের দাবীতে শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলাধীন ধারণ বাজার এলাকায় খেলাফত মজলিস উপজেলার উত্তর খুরমা ও দক্ষিন খুরমা ইউনিয়ন শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের উত্তর খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মজলিসের সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালেহ আহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ তহুর আহমদ, মজলিসের দক্ষিন খুরমা ইউনিয়ন সভাপতি মাওলানা মফজ্বল আলী, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা নুরুল আলম।

এসময় হাফেজ সায়েম আহমদ, মাওলানা নুর অহমদ, কারী আবদুল আজিজ, হাফেজ আবুল কালাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আতিকুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।