গোলাপগঞ্জ পৌর মেয়র রাবেলকে নাগরিক সংবর্ধনা
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৪ ২০১৯, ২১:১৫
গোলাপগঞ্জ প্রতিনিধি: যুক্তরাজ্য থেকে সংক্ষিপ্ত সফর শেষে গোলাপগঞ্জ পৌরসভায় প্রত্যাবর্তন উপলক্ষে গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২ টায় পৌরসভা মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। গোলাপগঞ্জ পৌরসভার সর্বস্তরের নাগরিক বৃন্দের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল।
পৌর কাউন্সিলর এম ফজলুল আলম ও নুরুল আম্বিয়া চৌধুরী জামিলের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, পৌর কাউন্সিলর জবান আলী, জহির উদ্দিন সেলিম, আব্দুল জলিল, জামাল আহমদ জানাল, নাজিম উদ্দিন, পৌরসভার ৮নং ওয়ার্ডের মুরব্বি মাষ্টার আলা উদ্দিন, আবুল আহমদ চৌধুরী, আওয়ামীলীগ লীগ নেতা এনায়েত করিম খোকন, যুবলীগ নেতা ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম, সুফিয়া বেগম, ৭নং ওয়ার্ডের মুরব্বি আব্দুর রহমান দারা চৌধুরী, যুবলীগ নেতা সুলেমান আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি আব্দুল জলিল, জেলা স্বেচ্ছাসেবকলীগের জন শক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আকবর হোসেন লাবলু, পৌর ছাত্রলীগ সভাপতি কামরান আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক পিনু, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য কাওছার আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত হক, সাকিল হোসেন, রাসেদ আহমদ, এমএম হাসান, আব্দুল কাইয়ুম মুন্না, তানভীর হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।