সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৭ ২০১৯, ১০:৪৯

সৌদি আরবের মদিনাতে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন বাসিন্দা নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার একটি বাস ও একটি ভারী কারের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত চারজন। সৌদিভিত্তিক সংবাদসংস্থা এসপিএ নিউজ এজেন্সী এ তথ্য দিয়েছে।

আহত চারজনকে মদিনার আল হামনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র। দুর্ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায় নি এখন পর্যন্ত। তবে, পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।

একুশে জার্নাল/ইএম/১৭-২