রণক্ষেত্র ভোলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২০ ২০১৯, ১৮:৪৬
ফেসবুকে ‘ধর্ম অবমাননাকর’ পোস্ট দেওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া কোস্টগার্ডও মোতায়েন করা হয়।
রবিবার বেলা ১১টার দিকে মুসলিম তাওহিদী জনতার ব্যানারে সমাবেশের পর সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৫জন নিহতের খবর পাওয়া গেছে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। চলছে থেমে থেমে সংঘর্ষ।
জানা যায়, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় শনিবার বিপ্লব বিশ্বাস নামের এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। ওই কটূক্তির ঘটনায় রবিবার সকাল ১০টায় মুসল্লি ও জনতা একত্রিত হয়ে বোরহানউদ্দিন থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। আহত হন গুলিবিদ্ধ ৯ জনসহ শতাধিক। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।