পাক জমিয়তের আজাদি মার্চকে নওয়াজ-বিলওয়ালের সমর্থন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৪ ২০১৯, ২৩:৫০

২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের আজাদি মার্চে মুসলিম লীগ-নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি পূর্ণ সমর্থন জানিয়েছে।

জিয়ো নিউজ উর্দূর খবরে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান পৃথকভাবে নওয়াজ ও বিলওয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ফজলুর রহমান গুরুতর অসুস্থ্ নওয়াজ শরিফের সুস্বাস্থ্য কামনা করেন।

পাকিস্তানের গুরুত্বপূর্ণ এ দু’নেতাই ইমরান খানবিরোধী আজাদি মার্চে সমর্থন ও সহযোগীতার কথা জানিয়েছেন বলে দাবি করেছে জমিয়ত। বিলওয়াল ভুট্টো জারদারি সরাসরি আজাদি মার্চে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছে দলটি।

দেশের সাম্প্রতিক পরিস্থিতিসহ ঘোষিত আজাদি মার্চ নিয়ে খোলামেলা বিস্তারিত আলোচনা করেছেন তারা।