গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২২ ২০১৯, ১০:৪২
গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান। ভাইরাল অ্যাটাকের কারণে তিনি স্বাভাবিকভাবে খেতে ও কারও সঙ্গে কথাও বলতে পারছেন না তিনি।
এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
বর্তমানে বিএসএমএমইউয়ের নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে তাঁর চিকিৎসা চলছে।