মহানবী সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৬ ২০১৯, ২১:০৬

গোপালগঞ্জের মুকসুদপুরে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তিকারী রিপন মিত্রের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা। শুক্রবার দুপুরে বাদ জুমা মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মুকসুদপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেংরাখোলা আলিয়া মাদরাসার সামনে সমাবেশে মিলিত হয়।

এদিন মুকসুদপুর সদরের কয়েকটি মসজিদ থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মুকসুদপুরের রিপ্রেজেন্টেটিভ রিপন মিত্র মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেল এএসপি আনোয়ার হোসেন ভুঁইয়া বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, অভিযুক্ত রিপন মিত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। রাষ্ট্র তার সর্বোচ্চ শাস্তি দিবে। আপনারা তাকে গ্রেফতার করতে সাহায্য করবেন। আইন তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।।